চীনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৯
প্রকাশ: ২০১৭-১১-২০ ০৯:২৮:২৯ || আপডেট: ২০১৭-১১-২০ ০৯:২৮:২৯

রয়টার্সের খবরে বলা হয়েছে, স্থানীয় সময় শনিবার বেইজিংয়ের দক্ষিণ ডাক্সিং শহরে এ ঘটনা ঘটে। স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, এ ঘটনায় আরও ৮জন অগ্নিদগ্ধ হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চীনের বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার কারণ জানা যায় নি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। এর আগে গত সেপ্টেম্বরে দেশটির তাইঝউ শহরে দুটি বাড়িতে আগুন লেগে ১১ জন নিহত হন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited