তুচ্ছ ঘটনায় বাসে আগুন দিল জনতা
প্রকাশ: ২০১৭-১১-২১ ০৯:০৫:১১ || আপডেট: ২০১৭-১১-২১ ০৯:০৫:১১

সিটিজি নিউজ ডেস্ক : চট্টগ্রামের ষোলশহর ২নং গেইট এলাকায় বাসের ধাক্কায় সাইকেল আরোহী মো. সেলিমের (৩৫) ডান পা ভেঙে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শহর এলাকার একটি বাসে (চট্টমেট্রো জ-১১-৩০২) আগুন দিয়েছে উত্তেজিত জনতা।
মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল সাড়ে আটটার দিকে নগরীর ২ নম্বর গেইট এলাকায় ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আবদুল হামিদ জানান, বাসের ধাক্কায় ২ নম্বর গেইট এলাকায় একটি সাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন সাইকেল আরোহী এক যুবক। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে চমেক হাসপাতালে নিয়ে আসেন। ওই যুবকের ডান পা ভেঙে গেছে। হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।
এ ঘটনায় উত্তেজিত জনতা ওই বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মো. জসীম উদ্দিন। তিনি বলেন, ‘বাসের ধাক্কায় এক যুবক আহতের ঘটনায় উত্তেজিত জনতা বাসটিকে আটক করে আগুন ধরিয়ে দেয়। পরে বায়েজিদ ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।’
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসটিতে ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited