কক্সবাজারে ইয়াবাসহ আটক ১
প্রকাশ: ২০১৯-০৭-০৭ ১৮:৪৫:২৫ || আপডেট: ২০১৯-০৭-০৭ ১৮:৪৫:২৫

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১০,০০০ পিস ইয়াবা সহ মোঃ আরমান হোসেন (৩৮) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে। এসময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারটিও উদ্ধার করা হয়।
আটক মোঃ আরমান হোসেন মুন্সিগঞ্জ জেলা সদরের নয়াগাঁও এলাকার আফাজ উদ্দিন সর্দারের পুত্র।
রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মুজাহিদুল ইসলাম জানান, রবিবার ৭ জুলাই সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের তুলাবাগান এলাকায় কক্সবাজারমূখী প্রাইভেটকার ঢাকা মেট্টো খ ১১- ৪৯১৬ তল্লাশী করা হয়। তল্লাশী করে গাড়ীর তৈলের ট্যাংকির ভিতর থেকে ১০,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃত মাদককারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited