পাঁচলাইশ থানা পুলিশের লিমা-৩২ গাড়ীর ড্রাইভারের উপর হামলাকারী গ্রেফতার
প্রকাশ: ২০১৯-০৭-১৩ ১৫:২০:৩২ || আপডেট: ২০১৯-০৭-১৩ ১৭:৪০:১৩

নয়ন: পাঁচলাইশ মডেল থানার লিমা-৩২ গাড়ীর ড্রাইভার মো: মোশারফ হোসেন (৩০) এর উপর হামলা মামলার প্রধান আসামী বাঁচা মিয়া প্রকাশ বাঁচাইয়া (৩৫) কে গ্রেফতার করেছে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
জানা যায়, শুক্রবার ১২ জুলাই সকাল ৯.৩০ মিনিটে মোহাম্মদপুর খতিবের হাট এলাকায় মামলার প্রধান আসামী বাঁচাইয়ার সাথে এলাকার লোকজনের বাক-বিতন্ডা হয়।ঘটনার প্রেক্ষিতে একপর্যায়ে লোকজন বাঁচাইয়াকে ধরে গনপিটুনি দেয়।
খবর পেয়ে এলাকায় ডিউটিরত পাঁচলাইশ মডেল থানার এসআই মাহীউদ্দিন আল আমিন সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে বাঁচাইয়াকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
এ সময় নাম ঠিকানা যাচাই করতে গিয়ে উদ্ধারকৃত ব্যক্তি পাঁচলাইশ পুলিশের ড্রাইভারের উপর হামলাকারী বাঁচাইয়া বলে নিশ্চিত হয় পুলিশ। পরবর্তীতে বাচাইয়াকে পুলিশের ড্রাইভারের উপর হামলা মামলায় গ্রেফতার করে পাঁচলাইশ মডেল থানা পুলিশ।
এ প্রসঙ্গে জানতে চাইলে পুলিশের ড্রাইভারের উপর হামলা মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই মাহীউদ্দিন আল আমিন বলেন, এলাকাবাসী হতে খবর পেয়ে বাঁচাইয়াকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। যাচাই বাছাইয়ের পর সে পুলিশের ড্রাইভারের উপর হামলা মামলার আসামী বাঁচাইয়া বলে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার দেখানো হয়।
পূর্বে বাঁচাইয়ার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা সহ ৭ টি মামলা আছে বলেও জানান এস আই মাহীউদ্দিন আল আমিন।
উল্লেখ্য,গত ২৪ মে শুক্রবার পাঁচলাইশ মডেল থানার পুলিশ জুয়ার আসরের খবর পেয়ে পাঁচলাইশ থানাধীন মোহাম্মদপুরের মধুশাহ হোটেল সংলগ্ন কবরস্থানের পাশে অভিযান চালায়।
পরবর্তীতে শনিবার ২৫ মে দুপুরে পাঁচলাইশ থানার লিমা-৩২ গাড়ীর ড্রাইভার মো: মোশারফ হোসেন (৩০) কে পুলিশকে খবর দেওয়ার অভিযোগ তুলে বাঁচা মিয়া প্রকাশ বাঁচাইয়া (৩৫), আকবর (৪০), মো: সাহেদ (৪৫), মো: সজিব (২৫), আশিক (২৫), মো: শুক্কুর (৪৫) সহ অজ্ঞাতনামা ৭/৮ জন মিলে হকিস্টিক দিয়ে কোমরে, পায়ে, মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত করে ও বাম হাতের হাড় ভেঙ্গে দেয়। মোশারফকে একটি ঘরের ভিতর তালাবদ্ধ করে রেখে প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়। মারধরের খবর পেয়ে পাঁচলাইশ থানা পুলিশ মোশারফকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
উক্ত ঘটনার পরবর্তীতে এসআই মাহীউদ্দিন আল আমিন সঙ্গীয় ফোর্সসহ মামলার ৪ নং আসামী মো: সজিব (২৫) কে শনিবার ৬ জুলাই রাত ৩ টায় গ্রেফতার করে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited