৩দিন ব্যাপী লাভলী লেডিস গ্রুপের ঈদ মেলা উদ্বোধন
প্রকাশ: ২০১৯-০৭-১৫ ১০:৫০:৩১ || আপডেট: ২০১৯-০৭-১৫ ১৩:২২:২৫

আফরাহ্ জাহান: নগরীর জামালখানের রয়েল অর্কিড ব্যাঙ্কুট হলে ৩দিন ব্যাপী লাভলী লেডিস গ্রুপের ঈদ মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার ১৪ জুলাই সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন।
ঈদ মেলায় দেশী, বিদেশী পোশক নিয়ে চট্টগ্রামের নারী উদ্যোক্তারা পণ্য নিয়ে পসরা সাজিয়েছেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত আয়োজন চলবে। মেলা শেষ হবে আগামী ১৬ জুলাই। এতে হিজাব সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
রাইজিং স্টারের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট ইলিয়াছ রিপনের পরিচালনায় লাভলী লেডিস গ্রুপের প্রেসিডেন্ট রুবায়াত ইয়াছমিন রুপা ও সেক্রেটারী লুৎফুন্নেছা রুমপার সার্বিক তত্ত্বাবধায়নে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, গ্রন্থাগার সম্পাদক রাশেদ বিন মাহমুদ।
এসময় অনুষ্ঠান সমন্বয়কারী মোঃ ইফতেখার ইফতু, বিজয় ৭১ এর সভাপতি জসীম উদ্দিন চৌধুরী, সীতাকুন্ড প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ ফোরকান আবু, ট্যালেন্টহান্ট বাংলাদেশ এর চেয়ারম্যান মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited