বাবার কবরে এক মুঠো মাটি দিতে পারেননি এরিক
প্রকাশ: ২০১৯-০৭-১৭ ১৪:৪১:১৬ || আপডেট: ২০১৯-০৭-১৭ ১৪:৪১:১৬

ডেস্ক রিপোর্ট: বাবার কবরে ছেলে এরিককে এক মুঠো মাটি দেয়ার সুযোগও দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ। বুধবার দুপুর ১২টা ২০ মিনিটে নিজের ফেসবুক পেইজে দেওয়া এক স্ট্যাটাসে এই ক্ষোভ প্রকাশ করেন তিনি।
স্ট্যাটাসে তিনি লিখেন, ‘চির নিদ্রায় শায়িত হলেন পল্লী বন্ধু পল্লী নিবাসে। যে পল্লী নিবাস তার আদরের ছেলে এরিককে দিয়ে গেছেন তার বাবা। কিন্তু এক মুঠো মাটিও তার বাবার কবরে দিতে দেয়নি এরিককে। রংপুরের মানুষের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকবে সারা জীবন।’
উল্লেখ্য, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় গত রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে মারা যান। রক্তে হিমোগ্লোবিনের স্বল্পতা,ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছিলেন এরশাদ।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited