টেকনাফের ইয়াবাসহ এক নারী গ্রেফতার
প্রকাশ: ২০১৯-০৭-২১ ১৫:২১:৪১ || আপডেট: ২০১৯-০৭-২১ ১৫:২১:৪১

টেকনাফ প্রতিনিধি: টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাসহ জুহুরা বেগম (৩২) নামে এক নারীকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃত মহিলা, লেদা ২৪ নাম্বার ক্যাম্পের বি ব্লকের ছৈয়ত আলমের স্ত্রী বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ টেকনাফ ক্যাম্প ইনচার্জ লে. মির্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন।
তিনি জানান, শনিবার রাত ১০ ঘটিকার সময় র্যাবের একটি বিশেষ টিম টেকনাফের লেদা রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লকের বাসিন্দার জুহুরা বেগমের বাড়িতে ইয়াবা মজুদ আছে এমন সংবাদে অভিযান চালায়। একপর্যায়ে তার কাছে ইয়াবা মজুদের কথা স্বাীকার করে সে। বাড়ি তল্লাশি করে প্রায় তিন হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত রোহিঙ্গা নারী দীর্ঘদিন যাবত খুচরা মাদক ব্যবসার সাথে জড়িত। সে ক্যাম্পের বিভিন্ন জায়গায় খুচরা ইয়াবা বিক্রি করে আসছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited