আখতারুজ্জামান ফ্লাইওভারে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত,আহত দুই
প্রকাশ: ২০১৯-০৭-২৪ ১৩:৪৮:৪৫ || আপডেট: ২০১৯-০৭-২৪ ১৩:৪৮:৪৫

এ.এস.রানা: নগরীর মুরাদপুর বরাবর আখতারুজ্জামান ফ্লাইওভার এর ওপর ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটর সাইকেল আরোহী দুই জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরো দুজন।
মঙ্গলবার ২২ জুলাই রাত আনুমানিক ১০ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া এই তথ্য নিশ্চিত করেছেন।
নিহত দুই যুবক হল রাঙ্গুনিয়াে উপজেলার পদুয়া ইউনিয়নের মো. আব্বাস আলী (১৯) ও চট্টগ্রামের বদ্দারহাটের মাঝির পাড়া এলাকার মুন্না (১৮)।
আহত দুজন হলেন রাফি (২২) ও রিফাত (২২)। প্রাথমিকভাবে তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited