বাকলিয়া লায়ন্সে ২০১৯-২০ সেবা বর্ষের কার্যকরী কমিটি গঠন
প্রকাশ: ২০১৯-০৭-২৮ ১৯:০৩:৪২ || আপডেট: ২০১৯-০৭-২৮ ১৯:০৩:৪২

সিটিজি নিউজ: লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার সভাপতি লায়ন এ.কে.এম. সালাউদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক জরুরী সভায় ক্লাবের ২০১৯-২০২০ সেবাবর্ষের কমিটি গঠিত হয়।
এতে সর্বসম্মতিক্রমে লায়ন মোঃ মমতাজুল ইসলাম এম.জে.এফ কে সভাপতি, লায়ন মোঃ হুমায়ুন কবির হিমুকে সেক্রেটারী ও লায়ন হাফেজ মোঃ ইসমাইলকে ট্রেজারার নির্বাচিত করা হয়।
এছাড়া সহ সভাপতি হিসেবে লায়ন নেজাম উদ্দীন, লায়ন মিননাথ ধর, লায়ন প্রদীপ চৌধুরী টিংকু, জয়েন্ট সেক্রেটারী যথাক্রমে লায়ন আবুল মনসুর, লায়ন সাখাওয়াত হোসেন লিটন, জয়েন্ট ট্রেজারার লায়ন কামরুল হাসান, লায়ন গৌতম কান্তি চন্দ, টেইলটুইষ্টার লায়ন তাপস কান্তি তালুকদার, মেম্বারশীপ চেয়ারপার্সন লায়ন ইমরুল চৌধুরী, ক্লাব মার্কেটিং কমিউনিকেশন লায়ন সৈয়দ মোঃ রাসেল, পরিচালক হিসেবে যথাক্রমে লায়ন আলহাজ্ব জসিম উদ্দীন, লায়ন মোঃ হাজী ইসমাইল, লায়ন নজরুল ইসলাম, লায়ন মহিউদ্দীন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ক্লাব এ্যাডভাইজার লায়ন এম.এন আজিম এম.জে.এফ। আরো উপস্থিত ছিলেন- লায়ন লুভনা হুমায়ুন সুমি, লায়ন শাহ আলম, লায়ন সমীপ দে, লায়ন তাপস কান্তি তালুকদার, লায়ন পলাশ চক্রবর্তী, লায়ন মোজাম্মেল হক, লায়ন শিমুল সেন, লায়ন মহিউদ্দীন, লায়ন তসকির প্রমুখ। বিজ্ঞপ্তি।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited