পা হারানো রাসেলকে আরও ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রিন লাইন কর্তৃপক্ষ
প্রকাশ: ২০১৯-০৭-২৯ ১৪:৪৩:১৩ || আপডেট: ২০১৯-০৭-২৯ ১৪:৪৩:১৩

ডেস্ক রিপোর্ট: পা হারানো রাসেলকে আরও ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে গ্রিন লাইন কর্তৃপক্ষ। আজ সোমবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে এ টাকা হস্তান্তর করা হয়।
৫ লাখ টাকার চেক রাসেলের হাতে তুলে দেন গ্রিন লাইনের আইনজীবী পলাশ চন্দ্র রায়।
এ সময় আদালত বলেন, বাকি ৪০ লাখ টাকা প্রতি মাসে ৫ লাখ টাকা কিস্তি করে রাসেলকে দিতে হবে। এই মামলার পরবর্তী শুনানির জন্য আদালত ১৭ অক্টোবর দিন ধার্য করেন। এর আগে গত ১০ এপ্রিল রাসেলকে প্রথম দফায় ৫ লাখ টাকা পরিশোধ করা হয়।
পরে গত ২৫ জুন প্রতি মাসে ৫ লাখ টাকা করে বাকি ৪৫ লাখ টাকা গ্রিন লাইন কর্তৃপক্ষকে বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে পরিশোধ করতে বলেন হাইকোর্ট। প্রতি মাসের ৭ তারিখের মধ্যে টাকা পরিশোধ করে প্রতিমাসের ১৫ তারিখে তা আদালতকে জানাতে বলা হয়। কিন্তু এর পর বেশ কয়েক দফায় সময় নেন গ্রিন লাইন কর্তৃপক্ষ।
গত ১০ এপ্রিল রাসেল সরকারকে আদালতের মাধ্যমে ৫০ লাখ টাকার মধ্যে ৫ লাখ টাকার চেক হস্তান্তর করেন গ্রিনলাইন কর্তৃপক্ষ।
গত ৩১ মার্চ গ্রিন লাইন পরিবহনের বাসচাপায় পা হারানো প্রাইভেটকার চালক রাসেল সরকারকে ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ বহাল রাখেন আপিল বিভাগ।
রাসেলের আইনজীবী বলেছিলেন, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে কথাকাটাকাটির জেরে গ্রিন লাইন পরিবহনের বাসচালক ক্ষিপ্ত হয়ে প্রাইভেটকার চালকের ওপর দিয়েই বাস চালিয়ে দেয়। এ ঘটনায় হাইকোর্টে রিট দায়ের করা হলে গত বছরের ১৪ মেবিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি একে এম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ রুল জারি করেছিলেন। এর পর হাইকোর্ট রুলের শুনানি নিয়ে ভিন্ন একটি বেঞ্চ রাসেলকে ক্ষতিপূরণ বাবদ ৫০ লাখ টাকা দেওয়ার নির্দেশ দেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited