মিয়ানমারের কাছে ২৫ হাজার রোহিঙ্গার তালিকা হস্তান্তর
প্রকাশ: ২০১৯-০৭-২৯ ১৬:০৯:২৩ || আপডেট: ২০১৯-০৭-২৯ ১৬:০৯:২৩

ডেস্ক রিপোর্ট: রাখাইনে ফিরিয়ে নেয়ার জন্য মিয়ানমারের কাছে ৬ হাজার রোহিঙ্গা পরিবারের প্রায় ২৫ হাজার লোকের তালিকা দিয়েছে বাংলাদেশ। রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় সোমবার ২৯ জুলাই মিয়ানমারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান।
বৈঠকে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব কামরুল আহসান। আর মিয়ানমার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে।
কামরুল আহসান বলেন, রোহিঙ্গাদের রাখাইনে ফিরে যাওয়ার জন্য আস্থা তৈরি করা দরকার। এ জন্য মিয়ানমার প্রতিনিধিদলের প্রথম সফর হলো। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছে। তাদের সমস্যার কথা শুনেছে।
বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, এক সফরে সব সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের প্রতিনিধিদলের হয়তো আরও বেশ কয়েকবার আসতে হবে।
রোহিঙ্গাদের সঙ্গে কথা বলতে হবে। রোহিঙ্গাদের মধ্যে আস্থা সৃষ্টি করতে হবে। যতক্ষণ পর্যন্ত আস্থা সৃষ্টি করা না যাবে, ততক্ষণ পর্যন্ত রোহিঙ্গারা ফিরে যাবে না। বাংলাদেশ কাউকে জোর করে পাঠাবে না।
মিয়ানমারের পররাষ্ট্র সচিব মিন্ট থোয়ে বলেন, আমরা তাদের (রোহিঙ্গা) ফিরিয়ে নিতে রাজি আছি। এ জন্য কী কী করা হয়েছে, তা তুলে ধরা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited