চান্দগাঁওয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১
প্রকাশ: ২০১৯-০৭-৩১ ১৬:৪৮:৩১ || আপডেট: ২০১৯-০৭-৩১ ১৬:৪৮:৩১

নিজস্ব প্রতিবেদক: নগরীর চান্দগাঁওয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সোলায়মান হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার ৩১ জুলাই ভোরে পুরাতন চান্দগাঁও থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আলাউদ্দিন তালুকদার।
তিনি বলেন, ভোর ৬:৩০ মিনিটে পুরাতন চান্দগাঁও থানার সামনে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহন হন সোলায়মান। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা যায়, নিহত সোলায়মান পুরাতন চান্দগাঁও এলাকার নুরুল হকের ছেলে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited