পতেঙ্গায় মলম পার্টির ৩ সদস্য আটক
প্রকাশ: ২০১৯-০৮-০৫ ১৪:৩১:০১ || আপডেট: ২০১৯-০৮-০৫ ১৪:৩১:০১

এ.এস.রানা: নগরীর পতেঙ্গায় মলম পার্টির ৩ সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ আগস্ট) বিমান বন্দর সড়কের বিজয় নগর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতদের কাছ থেকে ইনজেকশনের সিরিঞ্জ ভর্তি মলম ও কয়েক ধরনের ঘুমের ওষুধ জব্দ করা হয়। আটককৃতরা হলো- মানিক খাঁ (৩৩), মো. হালিম (৩৮) ও ফারুক হাওলাদার (৫২)
বিষয়টি নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল কান্তি বড়ুয়া জানান, আটককৃতরা পেশাদার ছিনতাইকারী তথা মলম পার্টির সক্রিয় সদস্য। তারা কুরবানির ঈদকে টার্গেট করেছিল। তাদের আরও সদস্যদের আটকের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited