পাহাড়তলীতে ২ মোটরসাইকেল চোর গ্রেফতার
প্রকাশ: ২০১৯-০৮-১৭ ১৯:৩৭:১৪ || আপডেট: ২০১৯-০৮-১৭ ১৯:৩৭:১৪

নয়ন: পাহাড়তলী থানাধীন ভেলুয়ারদিঘীর উত্তর পাড় হতে মোঃ ফয়সাল (২৭) ও মোঃ ইয়াছিন আরাফাত সাদ্দাম (২৭) নামে ২ জনকে মোটরসাইকেল চুরির অপরাধে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। এসময় ২টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
জানা যায়, শনিবার ১৭ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোঃ মঈনুর রহমান এর নেতৃত্বে অপারেশন অফিসা রানা প্রতাপ বনিক, এসআই মোঃ ইউনুছ খন্দকার, এসআই মোঃ মনির হোসেন, এএসআই মোঃ নাছির উদ্দিন, এএসআই মোঃ নিজাম উদ্দিন, এএসআই মোঃ এনামুল হক সঙ্গীয় ফোর্স সহ পাহাড়তলী থানাধীন ভেলুয়ারদিঘীর উত্তর পাড় ইঞ্জিনিয়ার কলোনীস্থ ই/বি ১০নং বাসার রুমের ভিতর বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় মোটরসাইকেল চুরির সাথে সক্রিয় ভাবে জড়িত মোঃ ফয়সাল (২৭) ও মোঃ ইয়াছিন আরাফাত সাদ্দাম (২৭) কে গ্রেফতার করা হয়। পরবর্তীতে তাদের দেখানো স্থান হতে চুরি হওয়া ২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় তাদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited