লোহাগাড়ায় মেট্রেসের গোডাউনে অগ্নিকান্ডের ঘটনায় ৮ লাখ টাকার ক্ষতি
প্রকাশ: ২০১৯-০৮-১৮ ১৫:৩১:৪০ || আপডেট: ২০১৯-০৮-১৮ ১৫:৪৩:০৪

লোহাগাড়া প্রতিনিধি: লোহাগাড়া উপজেলার বটতলী মোটর স্টেশনের ডিসি রোডের আল-মদিনা মেট্রেসের গোডাউনে রবিবার ১৮ আগস্ট সকাল সাড়ে ১১টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
জানা যায়, আল-মদিনা মেট্রেসের কর্মচারীদের পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সপ্তাহ খানেক বন্ধ থাকার পর গোডাউন খুলে কর্মচারীরা কাজ করতে মেশিন চালু করলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন দেখে চিৎকার দেন। তৎক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
আল মদিনা মেট্রেস এর মালিক মো. কামরুল ইসলাম কাইছার বলেন, দোকানের কর্মচারী কাউছার গোডাউনে কাজ করতে গেলে আগুন বলে চিৎকার দেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে জানান তিনি। তিনি আরো বলেন, গোডাউনে ব্যবহৃত মেশিন পুড়ে ছাই হয়ে গেছে। তার প্রায় ৭/৮ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার স্টেশনের অফিসার (ভারপ্রাপ্ত) জোলহাজ উদ্দিন বলেন, ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে প্রায় ঘণ্টা খানেকের মধ্যে আগুন নিয়ন্ত্রণেে আনা হয়। তিনি আরো বলেন, যথাসময়ে না আসলে আগুন নিয়ন্ত্রণে আনা কষ্ট হয়ে যেত। পুরো এলাকায় আগুন ছড়িয়ে না পড়ার আগে স্থানীয়দের সহায়তা ও ফায়ার সার্ভিসের লোকজনের মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলেও জানান তিনি।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited