ফিরিঙ্গী বাজারে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
প্রকাশ: ২০১৯-০৮-১৯ ১৭:০২:১১ || আপডেট: ২০১৯-০৮-১৯ ১৭:০২:১১

নয়ন: নগরীর কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ মোঃ এহসানুল হক প্রকাশ হাসান (২৬) নামের ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, রবিবার ১৮ আগস্ট মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) আসিফ মহিউদ্দীন ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) পিযুষ চন্দ্র দাস এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এবং পুলিশ পরিদর্শক মুহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ সাইদুল ইসলাম, এসআই(নিঃ) কামরুল ইসলাম চৌধুরী, এসআই(নিঃ) মোঃ মোশারফ হোসেন, এএসআই(নিঃ) মোঃ আলমগীর হোসেন, এএসআই(নিঃ) মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন ফিরিঙ্গী বাজার ব্রীজঘাট এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেন। এসময় তল্লাশী করে তার সাথে থাকা ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হাসান দীর্ঘদিন যাবৎ ইয়াবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত বলে স্বীকার করে।
উক্ত ঘটনায় তার বিরুদ্ধে কোতোয়ালী থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited