টাইগারদের অভিনন্দন জানালেন সৌরভ গাঙ্গুলি
প্রকাশ: ২০১৯-১১-০৪ ১৫:০৪:০৪ || আপডেট: ২০১৯-১১-০৪ ১৫:০৪:০৪

ডেস্ক রিপোর্ট: ভারতের রাজধানী দিল্লির বাতাসে বায়ু দূষণ শ্বাসকষ্ট ও অন্যান্য শারীরিক অসুস্থতার কারণ হতে পারে-এমন স্বাস্থ্যঝুঁকির আশঙ্কা নিয়ে ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে জয় পেয়েছে টাইগাররা। তাই বাংলাদেশের এই জয়ে ধন্যবাদ জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি।
রবিবার ৩ নভেম্বর ম্যাচ শেষে সৌরভ গাঙ্গুলি তার নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, ‘ধন্যবাদ দুই দলকে এমন কঠিন কন্ডিশনে এই ম্যাচটি খেলার জন্য। অভিনন্দন বাংলাদেশ।’
মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে ম্যাচটি মাঠে গড়ানো নিয়েও শঙ্কা উঠেছিল। এসব শঙ্কা দূরে ঠেলে দিয়ে স্বাগতিকদের বিপক্ষে মাঠে নেমে শ্বাসরুদ্ধকর এক জয় ছিনিয়ে নেয় বাংলাদেশ।
দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়া ম্যাচটিতে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পায় টাইগাররা।
আগামী ৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ম্যাচ রাজকোটে অনুষ্ঠিত হবে। আর তৃতীয় ও শেষ ম্যাচটি ১০ নভেম্বর নাগপুরে অনুষ্ঠিত হবে
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited