নগরীতে স্ক্রু ড্রাইভার দিয়ে বন্ধুকে খুন, প্রধান সন্দেহভাজন গ্রেফতার
প্রকাশ: ২০১৯-১১-০৪ ১৫:১৮:৪৬ || আপডেট: ২০১৯-১১-০৪ ১৫:১৮:৪৬

নিজস্ব প্রতিবেদক: নগরীতে স্ক্রু ড্রাইভারের আঘাতে বন্ধুকে খুনের ঘটনায় মো. সোহেল (২২) নামের প্রধান সন্দেহভাজন ১ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার ৪ নভেম্বর সকালে ঢাকার মালিবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে রবিবার ৩ নভেম্বর রাতে নগরীর আমবাগান এলাকায় ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ের সামনে খুন হয় ১৯ বছর বয়সী নাহিদ। নিহত নাহিদের সঙ্গে সোহেলের বন্ধুত্ব ছিল।
এ ব্যাপারে খুলশী থানার ওসি প্রণব চৌধুরী জানান, রবিবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকায় পালিয়ে যায় সোহেল। চট্টগ্রামে তাকে না পেয়ে খুলশী থানা পুলিশের একটি দল সোমবার সকালে ঢাকার মালিবাগে রাস্তা থেকে সোহেলকে গ্রেফতার করে।
জিজ্ঞাসাবাদে সে জানায়, নাহিদ তার বন্ধু ছিল। শনিবার ঝাউতলা এলাকায় নাহিদরা মারামারি করতে গিয়েছিলেন। সে না যাওয়ায় রবিবার রাতে নাহিদ কারণ জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির পর সোহেলকে মারধর করে নাহিদ। তখন সোহেল হাতে থাকা স্ক্রু ড্রাইভার দিয়ে নাহিদের বুকে আঘাত করে।
গুরুতর অবস্থায় নাহিদকে স্থানীয় মা ও শিশু হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে এ ঘটনায় এখনও মামলা হয়নি।
ওসি প্রণব চৌধুরী আরো বলেন, ওয়ার্ড কাউন্সিলর অফিসের সিসি ক্যামেরা থেকে সংগ্রহ করা ভিডিও ফুটেজে সোহেলকে মারধর করতে দেখা গেছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited