বান্দরবানে ১ কেজি হেরোইনসহ গ্রেফতার ২
প্রকাশ: ২০১৯-১১-০৪ ১৬:৩৬:১০ || আপডেট: ২০১৯-১১-০৪ ১৬:৩৬:১০

বান্দরবান প্রতিনিধি: চট্টগ্রাম বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি টাকা মূল্যের ১ কেজি হেরোইনসহ মংসাও মারমা (২৮) ও পাইনসাসিং মারমা (৪০) নামের ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-৭।
জানা যায়, রবিবার ৩ নভেম্বর র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, একটি সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্র বান্দরবান জেলার সদর থানাধীন ধনেশ পাখি চত্বর এলাকায় মাদকদ্রব্য (হেরোইন) ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬ টায় র্যাবের একটি আভিযানিক দল বর্ণিত স্থানে অভিযান চালালে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মংসাও মারমা ও পাইনসাসিং মারমাকে আটক করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ব্যাগ তল্লাশি করে কৌশলে লুকানো অবস্থায় ১ কেজি হেরোইন উদ্ধারসহ আসামীদেরকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited