শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৪ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ
প্রকাশ: ২০১৯-১১-০৯ ১৫:২২:২৫ || আপডেট: ২০১৯-১১-০৯ ১৫:২২:২৫

নিজস্ব প্রতিবেদক: অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুলের’ আঘাত হানার আশঙ্কায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ১৪ ঘণ্টা বিমান ওঠা-নামা বন্ধ ঘোষণা করা হয়েছে।
শনিবার ৯ নভেম্বর বিকাল ৪টা থেকে রবিবার ১০ নভেম্বর ভোর ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ ঘোষণা করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শাহ আমানত বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার সারওয়ার ই জামান জানান, অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’ আজ শনিবার সন্ধ্যার পর বাংলাদেশ ও ভারতের উপকূলে আঘাত হানতে পারে।
মোংলা ও পায়রা বন্দরে দেয়া হয়েছে ১০ নম্বর মহাবিপদ সংকেত। এছাড়া খুলনা ও বরিশালের ৯ জেলায় দেখানো হয়েছে ১০ নম্বর মহা বিপদ সংকেত। ঘূর্ণিঝড়ের সঙ্গে ৭ ফুট উচ্চতার জলোচ্ছ্বাস হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানায় আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলেছে। এ কারণে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) শনিবার বিকাল ৪টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।
প্রাথমিকভাবে রোববার ভোর ৬টা পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে।
এরপর আবহাওয়ার গতিপ্রকৃতি, ঘূর্ণিঝড় আঘাত হানলে ক্ষয়ক্ষতি বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited