সরকারের উদ্যোগে অতিদ্রুত স্বাভাবিক হবে পেঁয়াজের বাজার : বাণিজ্য সচিব
প্রকাশ: ২০১৯-১১-১৮ ১৬:০৩:২১ || আপডেট: ২০১৯-১১-১৮ ১৬:০৩:২১

ডেস্ক রিপোর্ট: সরকারের উদ্যোগে অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য সচিব ড. জাফর উদ্দিন।
সোমবার ১৮ নভেম্বর সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বাণিজ্য সচিব বলেন, ‘সম্প্রতি মিয়ানমার পেঁয়াজের রপ্তানিমূল্য চার গুণ বৃদ্ধি করায় এবং ঘূর্ণিঝড় বুলবুলের কারণে ২/১দিন যাবৎ বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধি পেয়েছে। আবার সমুদ্রপথে বিদেশ থেকে পেঁয়াজ আমদানিতে বেশিরভাগ ক্ষেত্রে দেড় মাসের মতো সময় লেগে যাচ্ছে। বর্তমানে উল্লেখযোগ্য পরিমাণ পেঁয়াজের চালান বাংলাদেশের উদ্দেশে সমুদ্রপথে রয়েছে’।
এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আপৎকালীন সমস্যা নিরসনে তড়িৎগতিতে কার্গো বিমানযোগে মিসর, তুরস্ক, চীনসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানির উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলেও জানান বাণিজ্য সচিব।
কার্গো বিমানের প্রথম চালান আগামীকাল মঙ্গলবার দেশে এসে পৌঁছাবে বলে সংবাদ সম্মেলনে জানান সচিব। তিনি বলেন, ‘ইতিমধ্যে দেশের বিভিন্ন জেলায় নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। টিসিবির কার্যক্রম ঢাকাসহ সারা দেশে জোরদার করা হয়েছে।’
বাণিজ্য সচিব বলেন, ‘এ পর্যন্ত প্রায় আড়াই হাজার অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এসব উদ্যোগের ফলে অতিদ্রুত পেঁয়াজের বাজার স্বাভাবিক হয়ে আসবে।’
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited