মাদক মামলায় জামিন পেলেন কণ্ঠশিল্পী আসিফ
প্রকাশ: ২০১৯-১১-২০ ১৪:৩৩:৪৩ || আপডেট: ২০১৯-১১-২০ ১৪:৩৩:৪৩

ডেস্ক রিপোর্ট: অফিসে বিদেশি টাকিলা মদ রাখার অভিযোগের মামলায় কণ্ঠশিল্পী আসিফ আকবরকে জামিন দিয়েছেন আদালত।
বুধবার ২০ নভেম্বর ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমান ৫ হাজার টাকা বন্ডে এ জামিন মঞ্জুর করেন।
মামলায় পলাতক দেখানো এ শিল্পীর বিরুদ্ধে গত ১৩ নভেম্বর চার্জশিট দাখিল করে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন সিআইডি পুলিশের উপ-পরিদর্শক জামাল হোসেন।
গত বছরের ৫ জুন দিবাগত রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় আসিফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার অফিস কক্ষে চার বোতল অবৈধ বিদেশি মদ পাওয়া যায়। মদ পাওয়ার পর তা পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য অধিদপ্তরে পাঠানো হয়।
পরে লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখায় আসিফের বিরুদ্ধে চলতি বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন সিআইডি পুলিশের সাইবার তদন্ত শাখার উপ-পরিদর্শক প্রশান্ত কুমার সিকদার।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited