মইজ্যারটেকে ২০০০ পিস ইয়াবা ও নগদ ১,৫০,০০০ টাকাসহ গ্রেফতার ১
প্রকাশ: ২০১৯-১১-২৫ ১৬:২১:৫২ || আপডেট: ২০১৯-১১-২৫ ১৬:২১:৫২

নয়ন: নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় অভিযান চালিয়ে ২০০০ পিস ইয়াবা ও নগদ ১,৫০,০০০ টাকাসহ মোঃ জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমান(৩২) নামে ১ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
জানা যায়, রবিবার ২৪ নভেম্বর ৯ টায় মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের সহকারী পুলিশ কমিশনার মোঃ জাহেদুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই শরীফ রোকনুজ্জামান, এএসআই শিবু মজুমদার, এএসআই দাউদ খান ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন মইজ্যারটেক এলাকায় অভিযান চালায়। এসময় ২০০০ পিস ইয়াবা ও নগদ ১,৫০,০০০ টাকাসহ মোঃ জমির উদ্দিন প্রকাশ মিজানুর রহমানসকে গ্রেফতার করা হয়।
উক্ত ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে কর্ণফুলী থানায় মামলা দায়ের করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited