আগামী বৃহস্পতিবার চুনতির ১৯ দিন ব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত
প্রকাশ: ২০১৯-১১-২৫ ১৭:২১:৩৮ || আপডেট: ২০১৯-১১-২৫ ১৭:২১:৩৮

সিটিজি নিউজ: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতির অলিকুল শিরোমণি হযরত আলহাজ্ব শাহ সুফি মাওলানা হাফেজ আহমদ (রহঃআঃ) প্রকাশ শাহ সাহেব কেবলা চুনতি কতৃক প্রবর্তিত ঐতিহাসিক আন্তর্জাতিক ৪৯ তম ১৯ দিন ব্যাপী সীরতুন্নবী (সাঃ) মাহফিলের আখেরি মোনাজাত বৃহস্পতিবার ২৮ নভেম্বর দিবাগত রাতে সীরত ময়দানে অনুষ্ঠিত হবে।
এদিন সকাল ৯টা থেকে তেলাওয়াতে পাক ও নাতে রসূল (সাঃ) এর মাধ্যমে আরম্ভ হয়ে সারাদিন ও ফজর পর্যন্ত নির্ধারিত বিষয়ের উপর জ্ঞানগভীর আলোচনা করা হবে। সবশেষ ফজরের নামাজের আগে খোৎবায়ে ছদর এবং দেশ,জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে।
এতে প্রতিবছরের মতো দেশের জেলা-উপজেলার শাহ সাহেব কেবলার হাজারো বক্তাগণ উপস্থিত থাকবেন।
উল্লেখ্য, ঐতিহাসিক এই মাহফিল প্রতিবছর ১১ রবিউল আউয়াল শুরু হয়ে আখের মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় ২৯ রবিউল আউয়াল দিবাগত রাতে। প্রতিবছরের ন্যায় এবারও ১০ নভেম্বর আরম্ভ হয় এবং ২৮ নভেম্বর দিবাগত রাতে শেষ হবে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited