বাংলাদেশ-দুবাই সমিতির আহবায়ক হিসাবে নির্বাচিত হন অধ্যাপক আবদুচ ছবুর
প্রকাশ: ২০১৯-১১-২৭ ১৭:০০:২৬ || আপডেট: ২০১৯-১১-২৭ ১৭:০০:২৬

এ.এস.রানা: আনোয়ারা থানার অন্তর্গত ৩নং রায়পুর ইউনিয়নের কৃতি সন্তান, দক্ষিণ জেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম সম্পাদক, দুবাই বঙ্গবন্ধু পরিষদ ও আখতারুজ্জামান চৌধুরী বাবু স্সৃতি সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক আবদুচ ছবুর সাহেবকে বাংলাদেশ-দুবাই সমিতির আহবায়ক হিসাবে নির্বাচিত করা হয়।
নাম ঘোষণার পর পর আনোয়ারাসহ বৃহত্তর চট্টগ্রাম খুশিতে মাতোয়ারা। তাকে বিভিন্ন সরকারী ও বেসরকারি সংস্থা থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ দিকে,মহান নেতা আাখতারুজ্জামান চৌধুরী বাবু স্সৃতি সংসদ (ইউ.এ.ই)এর পক্ষ থেকে তাকে প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়।
তার উপর অর্পিত দায়িত্ব যেন যথাযথ মর্যাদা ও সম্মানের সাথে করতে পারে তাই দেশবাসীর কাছে তিনি দোয়া চান।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited