এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বাংলাদেশের ২ অ্যাথলেট
প্রকাশ: ২০১৯-১২-০৫ ১৪:১৯:১০ || আপডেট: ২০১৯-১২-০৫ ১৪:১৯:১০

ডেস্ক রিপোর্ট: এসএ গেমসের ইভেন্টে অংশ নিতে গিয়ে বুধবার ৪ ডিসেম্বর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন কারাতে কন্যা মারজান আক্তার। ইতিমধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন তিনি। তবে এই সুখবর মিইয়ে গেল একসঙ্গে দুটি দুঃসংবাদে। অসুস্থ হয়ে হাসপাতালে বিছানাগত হয়েছেন বাংলাদেশের দুই অ্যাথলেট জহির রায়হান ও আবু তালেব মাস্টার।
বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ৪০০ মিটার হিটে তৃতীয় হয়ে ফাইনালে উন্নীত হন রায়হান। তবে চূড়ান্ত দৌড়টা দিতে পারেননি তিনি। এর আগেই শ্বাসকষ্টে ভুগতে শুরু করেন এ অ্যাথলেট। ফলে দ্রুত তাকে স্থানীয় ব্লু ক্রস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত জরুরি বিভাগের চিকিৎসক পবন রাওয়াল বলেন, জহিরের হৃদস্পন্দনের হার স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এ অবস্থায় আমরা তাকে ফাইনালে অংশ নেয়ার অনুমতি দিতে পারছি না।
এতে নিশ্চিত আরেকটি পদক হারাল বাংলাদেশ। শুধু জহিরই নন, একই সমস্যায় ভুগে হাসপাতালে ভর্তি হয়েছেন আবু তালেব। একই হিটে অষ্টম হন তিনি। ফাইনালে দৌড়ানোর সুযোগ পান এ অ্যাথলেটও।
কিন্তু জহিরের মতো শ্বাসকষ্টে ভুগতে থাকার কারণে তালবেকে নিয়ে যাওয়া হয় সেই হাসপাতালেই। ডাক্তারের কাছ থেকে ফাইনালে খেলার অনুমতিপত্র মেলেনি তারও। সূত্র জানিয়েছে, দুজনই এখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited