বাজারে আসছে ৫০ টাকার নতুন নোট
প্রকাশ: ২০১৯-১২-১১ ১৫:২৭:০৫ || আপডেট: ২০১৯-১২-১১ ১৫:২৭:০৫

ডেস্ক রিপোর্ট: ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট বাজারে আসছে। ১৫ ডিসেম্বর থেকে এই নোট বাজারে ছাড়া হবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
মঙ্গলবার ১০ ডিসেম্বর এক বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, জনগণের সুবিধার্থে লালচে কমলা রঙে বঙ্গবন্ধুর ছবি ও গভর্নর ফজলে কবিরের স্বাক্ষরসংবলিত ৫০ টাকা মূল্যমানের ব্যাংক নোট মুদ্রণ করা হয়েছে, যা ১৫ ডিসেম্বর থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এবং পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ নোটটিতে বিদ্যমান ৫০ টাকা মূল্যমান ব্যাংক নোটের ডিজাইন অপরিবর্তিত রয়েছে। লালচে কমলা রঙ ছাড়াও প্রচলিত ৫০ টাকার নোটের ডিজাইন ও অন্যান্য সব নিরাপত্তা বৈশিষ্ট্য (জলছাপ, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য দুটি বিন্দু, মাইক্রোপ্রিন্ট, খসখসে লেখা ইত্যাদি) অপরিবর্তিত থাকবে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited