চট্টগ্রামে একদিনে আরও ২১ করোনা রোগী শনাক্ত
প্রকাশ: ২০২১-০২-০৭ ২১:১১:১৬ || আপডেট: ২০২১-০২-০৭ ২১:১১:১৬

ডেইলি সিটিজি নিউজ:গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ১ হাজার ২২৪ জনের নমুনা পরীক্ষায় ৭২ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ২০ জন নগরের ও ০১ জন উপজেলার। এ নিয়ে চট্টগ্রামে মোট আক্রান্ত ৩৩ হাজার ৪৪৪ জন।
আজ রোববার (৭ ফেব্রুয়ারি) সকালে এসব তথ্য জানান চট্টগ্রাম সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি। এদিকে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সিভিল সার্জন কার্যালয়ের রিপোর্টে বলা হয়, গতকাল শনিবার ফৌজদারহাটের বিআইটিআইডিতে ৮২৫ জনের নমুনা পরীক্ষায় ৬ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজে ২৭১ জনের নমুনা পরীক্ষা করে ৯ জনের করোনা পাওয়া গেছে।
কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে ২ জনের নমুনা পরীক্ষা করে কারও করোনা শনাক্ত হয়নি।
শেভরণে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩ জনের করোনা শনাক্ত হয়েছে।
আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে ১০ জনের নমুনা পরীক্ষা করে ২ জনের ও আরটিআরএলে ৩ জনের নমুনা পরীক্ষা করে ১ জনের করোনা ধরা পড়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited