নব নির্বাচিত মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানালেন চসিক কর্মকর্তাবৃন্দ
প্রকাশ: ২০২১-০২-০৭ ২১:৪২:০৩ || আপডেট: ২০২১-০২-০৭ ২১:৪২:০৩

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নব-নির্বাচিত মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরীকে আজ ৭ ফেব্রুয়ারী তাঁর বাসভবনে গিয়ে চসিক নির্বাহী কর্মকর্তা কাজী মুহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীর পক্ষে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
ফুলেল শুভেচ্ছা গ্রহণের পর তাঁদের উদ্দ্যেশ্যে নব নির্বাচিত মেয়র এম. রেজাউল করিম চৌধুরী বলেন, আপনাদের সততা এবং কর্তব্য নিষ্ঠায় মেয়াদের দায়িত্বকালীন সময়ের প্রথম ১০০ দিনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যা কিছু করতে চাই- সেই আলোকে সকলের সক্রিয় সহযোগিতা প্রত্যাশা করছি।
এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত সচিব ও প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্ণেল সোহেল আহাম্মেদ, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, অতিরিক্ত প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা হুমায়ন কবির চৌধূুরী, উপ-সচিব আশেক রসুল চৌধুরী টিপু,অতিরিক্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম চৌধুরী, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মীর্জা ফজলুল কাদের।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited