চক মালঞ্চকে ৫০ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২০২১-০২-১০ ২২:৪৯:১৩ || আপডেট: ২০২১-০২-১০ ২২:৪৯:১৩

ডেইলি সিটিজি নিউজ: নগরের চকবাজার থানার চক মালঞ্চ হোটেলকে ‘চরম নোংরা’ পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার (১০ ফেব্রুয়ারি) চক মালঞ্চ ছাড়াও বায়েজিদ থানার শেরশাহ বাজারের মেসার্স জহুর ফার্মেসিকে অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা, লালচাঁদ রোডের হাজি ফয়েজ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ২০ হাজার টাকা ও রাতুল কিচেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
এপিবিএন, ৯ এর সহায়তায় পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন অধিদফতরের বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্, সহকারী পরিচালক (মেট্রো) পাপীয়া সুলতানা লীজা।
মোহাম্মদ ফয়েজ উল্যাহ্ বলেন, অভিযানে চারটি প্রতিষ্ঠানকে ৯২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় অননুমোদিত ফ্লেভার, ওষুধ ধ্বংস করা হয়। এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited