শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে: মেয়র রেজাউল করিম
প্রকাশ: ২০২১-০২-২৭ ১৮:৫৮:০৯ || আপডেট: ২০২১-০২-২৭ ১৮:৫৮:০৯

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এম. রেজাউল করিম চৌধুরী বলেছেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সেই সাথে নৈতিক শিক্ষাকে প্রাধান্য দিয়ে শিক্ষার্থীদের সুশিক্ষা দিতে হবে।নিয়মিত পাঠদানের পাশাপাশি সহ শিক্ষা কাযক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রতি ও জোর দেন সিটি মেয়র।
শনিবার ২৭ ফেব্রুয়ারী মেয়ররের নিজ বাসভবনে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)’র চট্টগ্রাম মহানগর শাখার নেতৃবৃন্দরা মেয়রের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে মেয়র এসব কথা বলেন।
মতবিনিময় সভায় শিক্ষার সার্বিক বিষয়ে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় সমন্বয় কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. আবুল আলা মুহাম্মদ হোছামুদ্দিন। তিনি বলেন, করোনাকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য অবিস্মরণীয় অবদান রেখেছেন।
পরিচিতি পর্ব শেষে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি উপাধ্যক্ষ মোহাম্মদ রেজাউল করিম ছিদ্দিকী, সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ হারুন অর রশীদ চৌধুরী, চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা অধ্যক্ষ এম সোলাইমান কাসেমী,চট্টগ্রাম মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ফরহাদুর রহমান চৌধুরী, যুগ্ন সম্পাদক অধ্যাপক আবু নইম মোহাম্মদ ইব্রাহিম চৌধুরী, অধ্যাপক সোহানা শারমিন তালুকদার , গ্রন্থণা ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক জেসমিন আক্তার শিমুল, প্রধান শিক্ষক মোখলেছুর রহমান, সহ-প্রধান শিক্ষক আমির হোসাইন, অর্থ সম্পাদক ছাদুর রশীদ চৌধুরী,প্রধান শিক্ষক জয়নুল আবেদীন, অধ্যক্ষ মাহবুব দূর্জয়, অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ, জাহাঙ্গীর আলম, আবু তাহের, মান্না বড়ুয়া,আলী আফজল, জাহেদুল হক, স্বাগতম দাশ, সুমন কুমার দাশ, সুমন দাশ গুপ্ত প্রমুখ।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited