কাপ্তাইয়ে হাতির আক্রমণে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু
প্রকাশ: ২০২১-০৩-১১ ১৪:৫৯:৫৫ || আপডেট: ২০২১-০৩-১১ ১৪:৫৯:৫৫

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাইয়ে হাতির আক্রমণে অভিষেক পাল (২১) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার ১১ মার্চ সকাল ৯টার দিকে কাপ্তাই আসামবস্তি সড়কের কামিলাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত অভিষেক ঢাকার একটি টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন।
পুলিশ জানায়, নিহত অভিষেকসহ একই বিশ্ববিদ্যালয়ের ৬ জন কাপ্তাই প্রশান্তি পার্ক থেকে অটোরিকশা যোগে রাঙামাটির যাচ্ছিল। সকাল ৯টার দিকে অটোরিকশাটি কামিলাছড়ি এলাকায় পৌঁছলে পথে ২টা হাতির মুখোমুখি হয়। এ সময় তারা অটোরিকশা থেকে নেমে জঙ্গলের দিকে পালানোর সময় হাতি অভিষেককে তাড়া করে পিষ্ট করে। পরে গুরুতর আহত অবস্থায় উপজেলা সদর হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।
ঘটনার সত্যতা স্বীকার করে বনবিভাগের কাপ্তাই রেঞ্জের কর্মকর্তা মহসিন তালুকদার জানান, গত ৭ মার্চ একই এলাকায় হাতির আক্রমণে একজন প্রতিবন্ধীর মৃত্যু হয়েছে। আজকে এই ঘটনা ঘটলো।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাপ্তাই থানার ওসি মো. নাসির উদ্দীন জানান, পরবর্তীতে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে। সম্প্রতি কামিলাছড়ি, জীবতলি, ব্যঙছড়ি এলাকায় প্রায় সময় হাতির পালের দেখা মিলছে। এ পাল লোকালয়ে হানা দিচ্ছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited