কার্টুনিস্ট কিশোরের কানে চলছে অস্ত্রোপচার
প্রকাশ: ২০২১-০৩-১৩ ১৪:৪৬:২৭ || আপডেট: ২০২১-০৩-১৩ ১৪:৪৬:২৭

সিটিজি নিউজ ডেস্ক: নির্যাতনের শিকার কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের ডান কানে অস্ত্রোপচার চলছে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি হাসপাতালে কিশোরের অস্ত্রোপচার শুরু হয় বলে জানিয়েছেন তার বড় ভাই আহসান কবির।
আহসান কবির বলেন, আঘাত পেয়ে কিশোরের কানের পর্দায় গর্তের মত হয়ে গেছে। এই কান দিয়ে শুনতে হলে ভেতরে বিশেষ ধরনের হিয়ারিং এইড বসাতে হবে। অস্ত্রোপচারের মাধ্যমে আজ সেটি বসানো হবে। এর ছয় মাস পর চিকিৎসকেরা পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
আহসান কবির আরও জানান, কিশোরের চোখেও সমস্যা দেখা দিয়েছে। চোখে অস্ত্রোপচার করতে হবে।
কার্টুনিস্ট কিশোর, লেখক মুশতাক আহমেদ, রাষ্ট্রচিন্তার সদস্য দিদারুল ইসলাম ভূঁইয়া, ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক পরিচালক মিনহাজ মান্নানসহ ১১ জনের বিরুদ্ধে গত ৫ মে রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে র্যা ব-৩। সেই মামলায় গ্রেফতার হয়ে কিশোরের সঙ্গী লেখক মুশতাক গত ২৫ ফেব্রুয়ারি রাতে কারাগারেই মারা যান।
এরপর ৬ বার আদালতে জামিন আবেদন করে প্রত্যাখ্যাত হয়ে ৩ মার্চ উচ্চ আদালত থেকে জামিন পান কিশোর। এরপর দিন তিনি কারাগার থেকে বের হন।
জামিনে মুক্তি পাওয়ার পর আহমেদ কবির কিশোর জানান, তাকে বাসা থেকে তুলে নিয়ে নির্যাতন করা হয়েছে। দুদিন আগে আদালতে মামলা করে কিশোর তার ওপর যে অমানসিক নির্যাতন চালানো হয়েছে তার বর্ণনা দেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited