রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের সংঘর্ষে যুবক নিহত
প্রকাশ: ২০২১-০৩-১৪ ১৪:৪০:৫৬ || আপডেট: ২০২১-০৩-১৪ ১৪:৪০:৫৬

কক্সবাজার প্রতিনিধি: টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে সালমান শাহ গ্রুপ ও পুতিয়া গ্রুপের মধ্যে সংঘর্ষে জুবায়ের (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মো. জলিল (২২) নামে আরও একজন।
শনিবার ১৩ মার্চ মধ্যরাতে এ ঘটনা ঘটে।
রোহিঙ্গা শিবিরে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার রাত ১১ টার দিকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে পুতিয়া গ্রুপের লোকজন এসে সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে জুবায়েরকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করে। পরে ভোররাত ৪টার দিকে সালমান শাহ গ্রুপের লোকজন গিয়ে পুতিয়া গ্রুপের সদস্য মো. জলিলকে কুপিয়ে মারাত্মক জখম করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়।
নিহতের মরহেদ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে বলে জানিয়েছেন তারিকুল ইসলাম।
নিহত জুবায়ের সি ব্লকের দিল মোহাম্মদের ছেলে এবং সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য। আহত জলিল একই ব্লকের শাহ আহম্মদের ছেলে এবং পুতিয়া গ্রুপের সদস্য।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited