ডিও লেটার বিষয়ে সতর্ক থাকার জন্য বলেছে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের
প্রকাশ: ২০১৮-০৩-০৮ ১৪:৩৭:২৯ || আপডেট: ২০১৮-০৩-০৮ ১৪:৩৭:২৯

সিটিজি নিউজ ডেস্ক: প্রকাশ: ২০১৮-০৩-০৮//০৮:০৫:১১পিএম
বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার আবু নাছের এ তথ্য জানান।
তিনি বলেন, ‘একটি প্রতারক চক্র সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে বিভিন্ন স্থানে আধা সরকারি পত্র পাঠাচ্ছে বলে অভিযোগ এসেছে। প্রকৃতপক্ষে, চাকুরির নিয়োগ, বদলি, পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী কোনরূপ ডিও লেটার দেন না। কেউ যদি এমন কোন ডিও লেটার দেন তা হবে ভূয়া ডিও লেটার।’
তিনি বলেন, ‘এ সব বিষয়ে কেউ কোনো ডিও লেটার পেলে তা যেন মন্ত্রীর দপ্তরে জানানো হয়। প্রয়োজনে টেলিফোনে যোগাযোগ করে (টেলিফোন নম্বর-০২-৯৫১৫৫৩৩) নিশ্চিত হওয়ার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। বিশেষ করে মন্ত্রীর স্বাক্ষর জাল করে এই ধরণের ডিও লেটার দিয়ে যাতে কেউ প্রতারণা করতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।’
জানা গেছে, সেতুমন্ত্রীর স্বাক্ষর জাল করে ডিও লেটার দিয়ে একটি অসাধু প্রতারক চক্র প্রতারণায় নেমেছে। মন্ত্রীর ভূয়া ডিও লেটারের অভিযোগ পেয়ে সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে আইন প্রয়োগকারি সংস্থাকে অবহিত করা হয়েছে।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited