আমি ইতিহাসের সেরা ফুটবলার: রোনালদো
প্রকাশ: ২০১৭-১২-০৯ ০৪:৪৭:৫১ || আপডেট: ২০১৭-১২-০৯ ০৪:৪৭:৫১

ক্রীড়া ডেস্ক, সিটিজি নিউজ ডেস্ক:
এ বছরের ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগীজ ও রিয়াল তারকার এটি পঞ্চম ব্যালন ডি’অর। এই পুরস্কার জেতার পর ক্রিশ্চিয়ানো রোনালদো বলেছেন, ‘তিনি কখনও তার চেয়ে ভালো কাউকে দেখেননি।’
গত বৃহস্পতিবার ব্যালন ডি’অর পুরস্কার হাতে উঠে ক্রিশ্চিয়ানো রোনালদোর। এর আগে আর্জেন্টাইন ও বার্সেলোনা তারকা লিওনেল মেসি পাঁচবার ফুটবলে এই বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন। বর্তমান সময়ে বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলারের ব্যালন ডি’অরের সংখ্যা একই।
ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকে ইতিহাসের সেরা ফুটবলার আখ্যা দিয়ে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনকে বলেন, ‘আমি ইতিহাসের সেরা ফুটবলার। ভালো সময়ে এবং খারাপ সময়ে।’
তিনি আরও বলেন, ‘আমি সবার পছন্দকে শ্রদ্ধা করি। কিন্তু আমি আমার চেয়ে ভালো কাউকে দেখিনি। আমি সবসময় এটাই চিন্তা করেছি। আমি যেটা করতে পারি অন্য কোনও ফুটবলার সেটা করতে পারে না। আমার মতো পরিপূর্ণ কোনও ফুটবলার নেই। আমি দুই পায়েই ভালো খেলি। দৌঁড়াতে পারি, শক্তিশালী, হেডে দারুণ, গোল করি, গোলে সহায়তা করি। অনেকেই আছেন নেইমার বা মেসিকে পছন্দ করেন। কিন্তু আমি আপনাকে বলব, আমার মতো পরিপূর্ণ কোনও খেলোয়াড় নেই।’
তিনি বলেন, ‘আমি মেসির আগে ব্যালন ডি’অর জিতেছি। তারপর সে আমাকে ছাড়িয়ে গেছে। টানা চারবার জিতেছে। আমি আপনাদের সামনে লুকাতে চাই না যে আমি কতটা দুঃখ পেয়েছিলাম ও রাগান্বিত হয়েছিলাম। আমি শুধু পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছি। কিন্তু পুরস্কার পায়নি। এমনকি এক পর্যায়ে আমি হতাশ হয়েছিলাম। শুধু ছবি তুলতে সেখানে যাওয়ার আমার কোনও ইচ্ছা ছিল না।’
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited