অনন্ত জলিলের সঙ্গে উমরায় সাকিব
প্রকাশ: ২০১৭-১২-২০ ১৮:৫৫:২১ || আপডেট: ২০১৭-১২-২০ ১৮:৫৫:৫২

সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগে অংশ নিয়ে সৌদি আরবে উমরাহ করতে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তার সঙ্গে আছেন চলচ্চিত্র তারকা অনন্ত জলিল। আছেন আরেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস।
বুধবার মুফতি উসামা তার ফেসুবক পেইজে সাকিব আল হাসানকে উল্লেখ করে ছবি আপলোড করেছেন। এই ছবিতে দেখা যাচ্ছে সাকিব আল হাসান, অনন্ত জলিল, শাহরিয়ার নাফিস ও মুফতি উসামা সহ আরও একজন বসে আছেন। ছবির ক্যাপশনে মুফতি উসামা লিখেছেন, ‘মদিনায় সাকিব আল হাসান, মুফতি উসামা, শাহরিয়ার নাফিস ও অনন্ত জলিল।’
বিপিএল শেষ করে সংযুক্ত আরব আমিরাতে টি-টেন লিগ খেলতে যান সাকিব আল হাসান। সেখানে তিনি খেলেন কেরালা কিংসের হয়ে। তার দল চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে কেরালা কিংসের হয়ে প্রতিটি ম্যাচই খেলেছেন সাকিব আল হাসান।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited