যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনতেই নতুন কমিটি : কাদের
প্রকাশ: ২০১৯-১১-২৪ ১৪:৩১:০৯ || আপডেট: ২০১৯-১১-২৪ ১৪:৩১:০৯

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগে অনুপ্রবেশ ঠেকাতে দীর্ঘদিনের জঞ্জাল পরিষ্কারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনতেই নতুন কমিটি করা হয়েছে বলে জানান তিনি।
রবিবার ২৪ নভেম্বর সকালে রাজধানীর কমলাপুরে প্রধানমন্ত্রীর উপহারকৃত আটটি প্রতিষ্ঠানকে বিআরটিসির চাবি বুঝিয়ে দেওয়ার অনুষ্ঠানে তিনি একথা জানান।
ওবায়দুল কাদের বলেন, ‘যুবলীগের উজ্জ্বল ভাবমূর্তি ফিরিয়ে আনতেই কমিটি করা হয়েছে। যুবলীগকে ঘিরে নতুন নেতৃত্বে যে প্রত্যাশা শুরু হয়েছে, তা বাস্তবায়ন করতেই কাজ করা হবে।‘
আওয়ামী লীগ ক্লিন ইমেজের নেতৃত্ব উপহার দিচ্ছে বলেও জানান দলটির সাধারণ সম্পাদক।
তিনি বলেন, ‘দলে অনুপ্রবেশকারীদের মধ্যে যাদের বিরুদ্ধে অভিযোগ আছে-তাদের তালিকা করে তদন্ত চলছে। অভিযোগের সত্যতা পেলে আওয়ামী লীগে থাকার অধিকার পাবে না।’
বিএনপিকে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপি একটি ব্যর্থ রাজনৈতিক দল। তারা শুধু নালিশ করতে পারে। বিএনপি কোনো আন্দোলন পারে না। নেতাকর্মীদের চাঙা করতে বিএনপি লাগামছাড়া সরকারের সমালোচনা করছে।’
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited