বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে : আ ক ম মোজাম্মেল হক
প্রকাশ: ২০১৯-১২-১৪ ১৪:১৫:২৩ || আপডেট: ২০১৯-১২-১৪ ১৪:১৫:২৩

ডেস্ক রিপোর্ট: বুদ্ধিজীবী হত্যাকারীদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
শনিবার ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়েরবাজার বধ্যভূমিতে জাতির সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।
বুদ্ধিজীবী হত্যার হোতা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি চৌধুরী মাঈনুদ্দিন ও আশরাফুজ্জামান খানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী বলেন, ‘আইনের কারণে তাদের ফেরত নিয়ে আসা যাচ্ছে না। তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার চেষ্টা চলছে।’
একাত্তরের মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আবদুল কাদের মোল্লাকে ‘শহীদ’ উল্লেখ করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক সংগ্রাম। এ বিষয়ে মন্ত্রী বলেন, ‘দৈনিক সংগ্রাম আবদুল কাদের মোল্লাকে শহীদ লেখার মাধ্যমে ঘৃণ্য কাজ করেছে। একাত্তরে তারা যে ধৃষ্টতা দেখিয়েছিল তা অব্যাহত রেখেছে। রাষ্ট্রীয়ভাবে এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে দৈনিক সংগ্রামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
আগামী বছর শহীদ বুদ্ধিজীবী দিবসের আগেই বুদ্ধিজীবীদের তালিকা প্রকাশ করা হবে জানিয়ে আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘ইতিমধ্যে আমাদের হাতে ৩০০ জনের তালিকা রয়েছে। যা যাচাই-বাছাই শেষ করে আগামী বছর তালিকা প্রকাশ করা হবে।’
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited