রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ দরবারের ওরস কাল
প্রকাশ: ২০২১-০২-২২ ১৪:২৬:৪৩ || আপডেট: ২০২১-০২-২২ ১৪:৫০:৪৭

সিটিজি নিউজ: মখদুমে আলম মুজাদ্দিদে মিল্লাত হামিয়ে আহলে সুন্নাত আল্লামা শাহ্ সৈয়্যদ রাহাতুল্লাহ্ নকশবন্দী (রহ.) এবং আল্লামা সৈয়্যদ বিসমিল্লাহ শাহ্ নঈমী নকশবন্দী (রহ.) এর ওরসে পাক আগামী মঙ্গলবার ২৩ ফেব্রুয়ারি সকাল হতে আঞ্জুমানে শায়দা-এ মুস্তফা বাংলাদেশ এর ব্যবস্থাপনায় মহাসমারোহে রাঙ্গুনিয়া রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ্ দরবার শরীফে অনুষ্ঠিত হবে।
উক্ত মহতী দিবসে সকালে ফ্রি ডিভাইস কসমেটিক খতনা ক্যাম্প, চক্ষু শিবির এবং বাদে মাগরিব হতে আজিমুশশান নূরানী মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। এতে সদারত ও আখেরী মুনাজাত পরিচালনা করবেন রাহাতিয়া বিসমিল্লাহ্ শাহ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরিকত আল্লামা সৈয়্যদ মুহাম্মদ আবু নওশাদ নঈমী (মু.জি.আ)।
এতে সকলকে উপস্থিত হওয়ার জন্য ওরশ শরীফ বাস্তবায়ন কমিটি বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।
ট্যাগ :
© 2016 - All Rights Reversed dailyctgnews
Web Developed by Ctgtimes (Pvt.) Limited